করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৮৭ শতাংশ

Looks like you've blocked notifications!
করোনাভাইরাসের নমুনা পরীক্ষার পুরোনো ছবি।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৩ জন। তবে, এ সময়ে মৃত্যুর ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত মোট ২০ লাখ ৩৬ হাজার ৪৪৯ জন আক্রান্ত হয়েছে। মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৩১ জনের।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৬৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৫ হাজার ১৫৩ জন। ২৪ ঘণ্টায় তিন হাজার ৭৯৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় তিন হাজার ৭৯০টি নমুনা।

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ, মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।