করোনা শনাক্ত ২৩, সুস্থ ৮২

Looks like you've blocked notifications!
করোনার নমুনা পরীক্ষার প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২৩ জন। এ সময়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮২ জন। এখন পর্যন্ত মোট ২০ লাখ ৩৬ হাজার ৫১১ জন শনাক্ত হয়েছে। মোট ২৯ হাজার ৪৩১ জন মারা গেছে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৮২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৫ হাজার ৪৯৯ জন।

এ সময়ে দুই হাজার ২৬১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় দুই হাজার ২৪৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এক দশমিক শূন্য ১ শতাংশ।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ, মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।