করোনা সংক্রমণ প্রতিরোধে মসিকের প্রচারণা

Looks like you've blocked notifications!
করোনা সংক্রমণ প্রতিরোধে আজ বুধবার ময়মনসিংহের গাঙ্গিনাড়পাড় এলাকায় মেয়র ইকরামুল হক টিটু মাস্ক বিতরণ করেন। ছবি : এনটিভি

করোনা সংক্রমণ প্রতিরোধে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচার অভিযান শুরু করেছে। আজ বুধবার শহরের ৩৩টি ওয়ার্ডের ১১টি পয়েন্টে ৩০ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।

দুপুরে সিটি করপোরেশন মেয়র ইকরামুল হক টিটু শহরের গাঙ্গিনাড়পাড় এলাকায় জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় মেয়র ইকরামুল হক টিটু বলেন, ‘নিজেদের স্বার্থেই সরকারি নির্দেশনা মেনে সবাইকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। এজন্য সিটি করপোরেশন যে কোন ধরনের সহায়তা নিয়ে জনগণের পাশে আছে, থাকবে।’

মাস্ক বিতরণের সময় মসিকের ক্রয় কর্মকর্তা অন্নপুর্না দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজিবসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।