করোনা সন্দেহে বাবাকে বাসস্ট্যান্ডে ফেলে গেলেন ছেলে
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় করোনা সন্দেহে বৃদ্ধ বাবাকে বাস টার্মিনাল এলাকায় পরিত্যক্ত জায়গায় ফেলে গেছেন তাঁর ছেলে নজরুল ইসলাম। ওই ব্যক্তির নাম ছোবাহান আলী। তাঁর শ্বাসকষ্ট থাকায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে তাঁকে ফেলে রেখে যায় বলে পুলিশ জানিয়েছে।
ছোবাহান আলী উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা মানিকদহ গ্রামের বাসিন্দা।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। ছেলে বাবাকে রাতের আঁধারে পরিত্যক্ত জায়গায় ফেলে যেতে পারে এটা কখনো ভাবা যায় না। গতকাল সন্ধ্যায় করোনা সন্দেহে বৃদ্ধ ছোবাহান আলীকে পৌর বাস টার্মিনাল এলাকায় পরিত্যক্ত জায়গায় ফেলে রেখে যান তাঁর ছেলে নজরুল ইসলাম। রাতে ঘটনাটি জানার পর ওই বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই।’
আজ ওই বৃদ্ধের নমুনা সংগ্র করা হবে বলে জানান ওসি দীপক কুমার দাস।