কর্ণফুলীতে মীমাংসা বৈঠকে তরুণ খুন

Looks like you've blocked notifications!

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি মীমাংসা বৈঠকে ছুরিকাঘাতে এক তরুণ খুন হয়েছে। তাঁর নাম আরিফ দোভাষ (২০)। আজ শনিবার সকালে উপজেলার খুইজ্জারটেক বানু বাপের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত আরিফ দোভাষ একই এলাকার আহমদ হোসেনের ছেলে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশ র‌্যাবের সহায়তায় নিহত আরিফের চাচাত বোনের স্বামী পারভেজকে (২৫) গ্রেপ্তার করেছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আরিফদের সঙ্গে পাশের একটি পরিবারের বিরোধ ছিল। বিরোধ মীমাংসার জন্য শনিবার সকালে দুই পরিবার সালিশে বসেছিল। সেখানে একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতি হয়। একপর্যায়ে ছুরি নিয়ে আরিফকে হামলা করলে তাঁর ঘাড়ে ছুরি লাগে। পরে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।

ওসি বলেন, ছুরিকাঘাতে মূল অভিযুক্ত কাউসার পলাতক রয়েছে। পুলিশ আসামি ধরতে গেলে প্রথমে এলাকার লোকজন বাধা দেয়। পরে র‌্যাবের সহায়তায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহত আরিফ দোভাষ। ছবি : সংগৃহীত