কর্ণফুলীতে হাতির আক্রমণে নারীর মৃত্যু

Looks like you've blocked notifications!

দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকায় বন্যহাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মায়া রানী বড়ুয়া (৫৮)।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। রানী বডুয়া উপজেলার বড়উঠান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শাহমীরপুর এলাকার বিহারী বড়ুয়ার স্ত্রী। বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, বন্যহাতির পাল প্রায় সময় বাঁশখালীর পাহাড় হয়ে আনোয়ারা ও কর্ণফুলী কেইপিজেড এলাকায় ঢুকে তাণ্ডব চালিয়ে থাকে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকার বিহারী বড়ুয়ার বাড়িতে ঢুকে হাতির পাল তাণ্ডব চালায়। এ সময় সামনে পেয়ে রানী বড়ুয়াকে আক্রমণ করে রক্তাক্ত করে। এলাকার লোকজন আহত অবস্থায় উদ্ধার করে রানী বড়ুয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।