কর্মচারীরা টিকা না নেওয়ায় বেতন বন্ধের ঘোষণা পৌর মেয়রের
গণটিকার কার্যক্রম শুরু হলেও করোনাভাইরাসের টিকা এখনও নেননি দিনাজপুরের হাকিমপুর পৌরসভার অনেক কর্মকর্তা ও কর্মচারী। এই অবস্থায় টিকা গ্রহণ না করায় তাদের আজ মঙ্গলবার থেকে বেতন বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত। এছাড়া পৌরবাসীরাও পৌরসেবা পাবে না। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পৌরসভায় সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা।
পৌরসভা কর্মকর্তা-কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘আমরা পৌরসভায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৩৩ জন কর্মকর্তা-কর্মচারী আছি। আজ থেকে পৌর মেয়র জামিল হোসেন চলন্ত পৌরসভার সব কর্মকর্তা-কর্মচারীর শতভাগ টিকা গ্রহণ কর্মসূচি গ্রহণ করেছেন। টিকা গ্রহণ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। এখনও যারা টিকা নেননি তাদের টিকা নেওয়া জন্য বলা হচ্ছে।’
এদিকে পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, ‘করোনার টিকা গ্রহণ না করার কারণে আজ মঙ্গলবার থেকে কর্তব্যরত পৌর কর্মচারীদের বেতন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা টিকা নিচ্ছেন শুধু তাদের বেতন দেওয়া হচ্ছে। এই কার্যক্রম আমাদের চলমান থাকবে। তবে গণটিকা দেওয়ার পরেও যদি পৌর সেবাপ্রার্থীরা টিকা কার্ড প্রদর্শন না করে সেবা নিতে আসেন তাহলে তাদের সব ধরনের সেবা দেওয়াও বন্ধ রাখা হবে। টিকার কার্ড প্রদর্শন করলে তাদের সেবা দেওয়া হবে। এজন্য আমরা এখন থেকে করোনার ‘নো সার্টিফিকেট নো সার্ভিস’ নামের সেবাটি চালু করেছি।’
মেয়র আরও বলেন, ‘হিলি সীমান্তবর্তী হওয়ার পরও করোনার সংক্রমণের হার এখানে অনেক কম। তারপরেও পৌরসভার সবার জন্য টিকা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এজন্য পৌরসভার সব কর্মকর্তা-কর্মচারীকে টিকা নিতে বলা হয়েছে। যারা সুযোগ থাকার পরও টিকার প্রথম ডোজ নেননি তাদের বেতন সাময়িক বন্ধ রাখা হয়েছে। বেশ কয়েকজন টিকা নিচ্ছিলেন না। পরে বেতন বন্ধ করে দিলে তারাও টিকা গ্রহণ করেন। এখন থেকে টিকার কার্ড দেখিয়ে বেতন দেওয়া হচ্ছে।’