কলেজের ছাত্রাবাসে মিলল আরো চারটি বিষধর সাপ

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ফিরোজ মিয়া সরকারি কলেজের ছাত্রাবাস থেকে উদ্ধার হওয়া সাপ। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ফিরোজ মিয়া সরকারি কলেজের ছাত্রাবাস থেকে আরও চারটি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে কুমিল্লা থেকে আসা একটি সাপুরে দল ওই চারটি সাপ উদ্ধার করে।

কলেজ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে কলেজ ছাত্রাবাসে একটি বিষধর গোখরা সাপ দেখতে পান ছাত্রাবাসের শিক্ষার্থীরা। পরে কলেজ অধ্যক্ষ আহমদ উল্লাহ খন্দকারের নেতৃত্বে শিক্ষার্থীরা ওই সাপটি মারেন। আজ সোমবার দুপুরে আবার কলেজ ছাত্রাবাসের গৃহপরিচারিকা খাবারের কামরায় একটি সাপ দেখতে পান। পরে বিষয়টি কলেজ অধ্যক্ষকে জানানো হয়। এতে কলেজ অধ্যক্ষ কুমিল্লা থেকে সাপুরে দল এনে সাপ ধরার ব্যবস্থা করে। এর কিছুক্ষণ পরই ধাপে ধাপে ডিমসহ চারটি সাপ উদ্ধার করে ওই সাপুরে দলটি।

সাপগুলো উদ্ধার হলেও ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

তবে সাপুরে দলটি বলছে, ভেতরে আর কোনো সাপ থাকার সম্ভাবনা নেই। আর থাকলেও তা কলেজের সীমানার বাইরে থাকতে পারে।

ফিরোজ মিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমদ উল্লাহ খন্দকার বলেন, ‘সাপুরে দলের সাহায্যে আমরা কলেজ ছাত্রাবাস থেকে চারটি ভিন্ন প্রজাতির বিষধর সাপ উদ্ধার করি। বর্তমানে ছাত্রাবাস থেকে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।’