কাঁঠালিয়ায় সেতু ভেঙে ট্রাক খালে

Looks like you've blocked notifications!
ঝালকাঠির কাঁঠালিয়ায় লোহার সেতু ভেঙে খালে পড়ে যাওয়া ট্রাক। ছবি : এনটিভি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় লোহার সেতু ভেঙে পাথর বোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। আজ বুধবার দুপুরে রাজাপুর-কাঁঠালিয়া সড়কের সাতানি বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে, এ দুর্ঘটনার পর দুই উপজেলার সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কাঁঠালিয়ার সেন্টারের হাট এলাকায় একটি সড়কের সংস্কার কাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালামাল ট্রাকে করে রাজাপুর-কাঁঠালিয়া সড়ক দিয়ে আনা-নেওয়া করা হয়। আজ দুপুরে পাথর বোঝাই একটি ট্রাক লোহার সেতুর ঠিক মাঝখানে গেলে তা ভেঙে খালে পড়ে যায়। বর্তমানে ছোট নৌকায় করে ঝুঁকি নিয়ে খাল পারপার হচ্ছে স্থানীয়রা। এতে দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, আশির দশকে সাতানি খালের ওপর ৫৪ মিটার একটি লোহার সেতু নির্মাণ করা হয়। সেতুটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হওয়ায় ভারি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ। এর পরেও অনেকে ওই পথ দিয়ে যাতায়াতের কারণে সেতুটি অধিক ঝুঁকিপূর্ণ হয়। এ অবস্থায় সওজ কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ লিখে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বিপ্লব হাওলাদার বলেন, ‘দুপুরে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি সেতু ভেঙে ট্রাকটি খালে পড়ে গেছে। ঝুঁকিপূর্ণ একটি সেতু, এখানে পাথর বোঝাই ট্রাক ওঠা ঠিক হয়নি। আমরা এখন নৌকায় যাতায়াত করছি।’

স্থানীয় ব্যবসায়ী মনজু হাওলাদার বলেন, ‘দুর্বল সেতুতে ভারি যানবাহন চলাচল করা নিষিদ্ধ থাকা সত্ত্বেও পাথর নিয়ে ট্রাক ওঠায় সেতুটি ভেঙে আমাদের দুর্ভোগ বাড়িয়েছে। সেতুটি অল্প সময়ের মধ্যে সংস্কারের দাবি জানাচ্ছি।’

ছিটকি গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ‘সেতুটি ভেঙে পড়ায় এই সড়ক দিয়ে রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার যোগযোগ বন্ধ হয়ে গেছে। নতুন করে আরেক দফায় ভোগান্তিতে পড়েছি।’

ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন বলেন, ‘৫৪ মিটার লম্বা লোহার সেতুটি ঝুঁকিপূর্ণ থাকায় আমরা ভারি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে সাইনবোর্ড ঝুঁলিয়ে দিয়েছিলাম। তারপরেও অনেকেই ভারি মালামাল নিয়ে সেতু পার হচ্ছে। এ কারণে দুর্ঘটনাটি ঘটেছে। একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালামাল নেওয়ার সময় সেতুটি ভেঙে যায়। খবর পেয়ে দ্রুত একটি দল ঘটনাস্থলে পাঠিয়েছি। আমরা এরই মধ্যে ভেঙেপড়া সেতুতে বেইলি সেট করার কাজ শুরু করেছি। তিন থেকে চার দিনের মধ্যে আশা করি এর কাজ হয়ে যাবে।’