কাজ করতে গেলে বাধা আসে, আমরা তা অতিক্রম করেছি : প্রধানমন্ত্রী

Looks like you've blocked notifications!
রাজধানীর বিজয় সরণিতে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : এনটিভি

কাজ করতে গিয়ে অনেক সময় বাধা এলেও সরকার সেগুলো অতিক্রম করতে পেরেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘প্রত্যেকটি কাজ করতে গেলে সবসময় একটা বাধা আসে, সেটা আমরা অতিক্রম করেছি এবং আজ আমরা এটা করতে সফল হয়েছি।’

রাজধানীর বিজয় সরণিতে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

সামরিক বাহিনীর তত্ত্বাবধানে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন এ জাদুঘর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, আমাদের দেশের মানুষের বিনোদনের জায়গা খুব সীমিত। সেজন্য আমাদের একটা চেষ্টা থাকে, তাদের বিনোদনের ব্যবস্থা করা। আর বিনোদনের সঙ্গে সঙ্গে শিক্ষণীয় ব্যাপার থাকে। প্লানেটরিয়ামে আমাদের বিভিন্ন ছাত্র-ছাত্রীরা আসে, অনেক কিছু জানতে পারে। আর সেই সঙ্গে আমাদের সামরিক জাদুঘরেও তারা আসতে পারবে, দেখতে পারবে।’

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দেশের অভ্যন্তরের কোন সমস্যা সমাধানে বিদেশি শক্তিকে প্রশ্রয় দেওয়া হয়নি জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘প্রথমবার যখন ক্ষমতায় আসি, পার্বত্য চট্টগ্রামে শান্তিচুক্তি করে সেখানে শান্তি প্রতিষ্ঠা করি। আমরা কিন্তু নিজেরাই করেছি, বাইরের কাওকে এখানে হাত দিতে দিইনি। কারণ, এটা আমার নিজের দেশের আভ্যন্তরীণ ব্যাপার।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার দেশের নাগরিক, কোনো সমস্যা থাকলে আমরাই সমাধান করতে পারব এবং সেভাবেই আমরা সেটা করতে পেরেছি। ভারতের সঙ্গেও পানিচুক্তির ন্যায্য হিস্যা আমরা আদায় করেছি।’

এ সময়  দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে সশস্ত্র বাহিনীর সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।