কাটা হচ্ছে ইভ্যালির লকার

Looks like you've blocked notifications!
আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার কাটা শুরু হয়। ছবি : সংগৃহীত

আদালতের গঠন করা পাঁচ সদস্যের বোর্ডের কাছে পাসওয়ার্ড না থাকায় কাটা হচ্ছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির লকার। আজ সোমবার বিকেল ৩টা ১৫ মিনিটে ইভ্যালির ধানমণ্ডি কার্যালয়ে এ লকার কাটা শুরু হয়।

সোমবার বিকেলে রাজধানীর ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।

ইকরাম আলী মিয়া বলেন, আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ লকার ভাঙা শুরু করা হয়। পাসওয়ার্ড না থাকায় এ লকার কাটা হচ্ছে। সেখানে আমাদের পুলিশ সদস্যেরা রয়েছেন। তবে, বিষয়টি দেখভাল করছেন আদালতের নির্ধারিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমাদের জানানো হলে দুপুর ১২টার পর থেকে সেখানে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন।’

এর আগে, সোমবার দুপুর আড়াইটার দিকে ধানমন্ডির ইভ্যালির কার্যালয়ে যান সেই কমিটির চেয়ারম্যান আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। 

লকার কাটার লোকজনও এসেছেন। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফিয়া সিরাত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লকার কাটার কাজ চলছে। এখন অপেক্ষা কী আছে লকারে সেটা দেখার।