কান্ট্রি এডিটরস ফোরামের সভাপতি আক্তার, সম্পাদক আসিফ
ডেইলি সানের মফস্বল সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেনকে সভাপতি ও যমুনা টেলিভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ আসিফ আহসানুলকে সাধারণ সম্পাদক করে কান্ট্রি এডিটরস ফোরামের কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্যবিশিষ্ট কমিটি দুই বছর দায়িত্ব পালন করবে। সম্প্রতি রাজধানী ঢাকার গুলশানে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়।
তৃণমূলের সাংবাদিকদের আরও গতিশীল ও দক্ষ করে তুলতে দেশের স্বনামধন্য পত্রিকা, টেলিভিশন ও অনলাইন নিউজপোর্টালের ডেস্ক ইনচার্জদের নিয়ে গঠিত এই কান্ট্রি এডিটরস ফোরাম গঠিত হয়।
এনটিভির বার্তা সম্পাদক আনিসুজ্জামান আনিসসহ চার সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদে আছেন ঢাকাপোস্ট ডটকমের সম্পাদক মহিউদ্দিন সরকার, সমকালের বার্তা সম্পাদক খাইরুল বাশার শামীম ও একাত্তর টেলিভিশনের যুগ্ম প্রধান বার্তা সম্পাদক পলাশ আহসান।
কমিটির সহসভাপতি এনটিভির ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মনিরা রুমি ও একাত্তর টেলিভিশনের বিপ্লব পাল, সহসাধারণ সম্পাদক যুগান্তরের মফস্বল সম্পাদক নাঈম আহমেদ ও কালের কণ্ঠের কান্ট্রি এডিটর সাদেক আহমেদ সজল।
সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ঢাকাপোস্ট ডটকমের হেড অব কান্ট্রি মাহাবুর আলম সোহাগকে। নিউজবাংলা ডটকমের কান্ট্রি ডেস্কের ইনচার্জ রাকিব খানকে অর্থ সম্পাদক, মাছরাঙা টেলিভিশনের সজিব সাদিককে দপ্তর সম্পাদক, সময় টেলিভিশনের আব্দুল মান্নান মিয়াকে প্রশিক্ষণ সম্পাদক এবং জাগোনিউজ২৪ ডটকমের ভারপ্রাপ্ত কান্ট্রি এডিটর আনোয়ার হোসেনকে প্রচার সম্পাদক করা হয়েছে।
কার্যকরী সদস্যরা হলেন বণিক বার্তার একরামুল ইসলাম বিপ্লব, ডেইলি স্টারের মাহমুদ হাসান শান্ত, দেশ রূপান্তরের নিয়াজ খালিদ, আজকের পত্রিকার সৈয়দ মুইনুল হক, প্রথম আলোর তুহিন সাইফুল্লাহ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের নজরুল ইসলাম তমাল, চ্যানেল ২৪-এর তানিম রহমান, স্পাইস টেলিভিশনের কামাল শাহরিয়ার, ডিবিসির জান্নাতুল মাওয়া, নাগরিক টেলিভিশনের সাখাওয়াত হোসেন, বাংলা ট্রিবিউনের অর্ণব মামুন ও রাইজিংবিডি ডটকমের জাহাঙ্গীর আলম বকুল।