কাপাসিয়া উপজেলা চেয়ারম্যানকে পুড়িয়ে মারার হুমকি, থানায় জিডি

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খানকে পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয়েছে; এমন অভিযোগের ভিত্তিতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আজ বুধবার ওই জিডির আবেদন কাপাসিয়া থানায় নথিভুক্ত হয়।
অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান জিডিতে উল্লেখ করেন, কাপাসিয়ার একটি কুচক্রীমহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারই অংশ হিসেবে প্রকাশ্যে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
তাই, বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থাকে জানিয়ে তাদের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
আমানত হোসেন খান জিডিতে আরও বলেন, একটি মহল প্রকাশ্যে মিছিল করে আমাকে আগুনে পুড়িয়ে হত্যা করার হুমকি দিচ্ছে। বর্তমানে আমি প্রাণনাশের সংশয়ে আছি। তাই আমি ও আমার পরিবারের নিরাপত্তাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।

বর্তমানে অসুস্থ অবস্থায় বাসায় আছেন জানিয়ে এ বিষয়ে কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান এনটিভি অনলাইনকে বলেন, সম্প্রতি একটি কুচক্রীমহল কাপাসিয়ার বিভিন্ন এলাকায় মিটিং-মিছিল করে আমাকে পুড়িয়ে মারার হুমকি দিয়েছে। আমি বিষয়টি প্রশাসনকে জানিয়েছি এবং থানায় জিডি করেছি।
কারা হুমকি দিয়েছে, এমন প্রশ্নের জবাবে উপজেলা চেয়ারম্যান বলেন, আমি জিডিতেই বিস্তারিত লিখে দিয়েছি। এখন প্রশাসন খুঁজে বের করুক, কারা আমাকে হুমকি দিয়েছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, জিডির বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।