কাপ্তাই হ্রদে নৌকা ডুবে নিহত ৫

Looks like you've blocked notifications!
কাপ্তাই হৃদে ডুবে যাওয়া নৌকা উদ্ধার করে ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা। ছবি : এনটিভি

রাঙামাটির কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত নৌকাডুবিতে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে রাঙামাটি ডিসি বাংলো এলাকা থেকে শুভলং যাওয়ার পথে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। নিহতদের সবাই চট্টগ্রাম প্যাসিফিক জিনস গার্মেন্টসের কর্মী বলে জানা গেছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শওকত আকবর জানিয়েছেন, এ পর্যন্ত নৌকাডুবির ঘটনায় হাসপাতালে পাঁচজনের মরদেহ আনা হয়েছে।

এদিকে জেলার কাপ্তাই উপজেলার কয়লার ডিপোসংলগ্ন কর্ণফুলী নদীতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) একটি পিকনিকের নৌকা ডুবে গেছে। তাৎক্ষণিকভাবে অর্ধশতাধিক ব্যক্তিকে ওই দুর্ঘটনা থেকে উদ্ধার করা হলেও এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজরা  হলেন বিনয় (৫), টুম্পা মজুমদার (৩০) ও দেবলীলা (১০)। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় প্রশাসন কাজ করছে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ জানিয়েছেন, রাঙামাটির কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত নৌকা ডুবে পাঁচজনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, ছাড়া কাপ্তাইয়ে পৃথক নৌকাডুবির ঘটনায় তিনজন নিখোঁজের খবর জেনেছি। তবে রাঙামাটিতে নিহত কারো নাম-পরিচয় এখনো জানা যায়নি।’