কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। রাত দেড়টার দিকে উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলেন উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামের আফতাব হোসেনের ছেলে সোহাগ মিয়া (১৭) ও ইমাম হোসেনের ছেলে শুভ মিয়া (১৮)। তারা আপন চাচাতো ভাই।
স্থানীয়রা জানায়, সোহাগ ও শুভ মোটরসাইকেলযোগে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। রাত দেড়টায় মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পৌঁছার পর সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিলে দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভুইয়া বলেন, মাধবপুরে কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন। হাইওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।