কারাগারে মিরসরাই পৌর বিএনপির সভাপতির মৃত্যু

Looks like you've blocked notifications!
চট্টগ্রাম কারাগারে নিহত মীরসরাই পৌর বিএনপির সভাপতি ফকির আহম্মদ। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে কারাগারে মারা গেছেন মীরসরাই পৌর বিএনপির সভাপতি ফকির আহম্মদ। আজ মঙ্গলবার সকালের দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ি জানায়, আজ মঙ্গলবার সকালে মীরসরাই পৌর বিএনপির সভাপতি ফকির আহম্মদ কারাগারে অসুস্থ হয়ে পড়েন। তাকে চমেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ফকির আহম্মদ হাটহাজারীতে মন্দিরে হামলার অভিযোগে মীরসরাই গ্রামের বাড়ি থেকে একমাস আগে গ্রেপ্তার করা হয়। মৃত্যুর খবর প্রচারের পর চমেক হাসপাতালে ভিড় জমায় বিএনপি জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মীরা।

চট্টগ্রাম কারাগারের ডেপুটি কারারক্ষী মো. নাসির উদ্দীন জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতাল নেওয়া হয়। এরপর তিনি মারা যান।

অপরদিকে, জেলার পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু থেকে লাফ দিয়ে আরিফ কবির নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আশেক মিয়া জানায়, হোটেলের ওপর থেকে লাফ দিয়ে ছয়তলার রেলিং স্পেসে তিনি আটকে যান আরিফ কবির নামেই ওই যুবক। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।