কার নিয়ন্ত্রণে রোজিনার ফেসবুক ও ইমেইল আইডি

Looks like you've blocked notifications!
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। ফাইল ছবি

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও জিমেইল আইডি অন্য কেউ নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিজের আইডিতে তিনি নিজেই প্রবেশ করতে পারছেন না। গতকাল মঙ্গলবার রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম রাজধানীর শাহজাহানপুর থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

গতকাল রাত সাড়ে ১১টার দিকে মনিরুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘রোজিনা ইসলাম গত সোমবার রাতে হঠাৎ দেখতে পান তাঁর ফেসবুক চালু। অথচ ১৭ মে রোজিনা নিজেই তাঁর ফেসবুক আইডিটি বন্ধ করে রেখেছিলেন। এখন রোজিনা তাঁর নিজের আইডিতে ঢুকতে পারছেন না। জিমেইলেও ঢুকতে পারছে না।’

মনিরুল ইসলাম বলেন, ‘রোজিনার শঙ্কা, কেউ অসৎ উদ্দেশ্যে তাঁর ফেসবুক আইডি ও জিমেইল আইডি অবৈধভাবে নিয়ন্ত্রণে নিয়েছে। রোজিনা হাসপাতালে চিকিৎসাধীন থাকায় আমি এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে থানায় জিডি করেছি।’

জিডিতে বলা হয়, ১৭ মে রোজিনা তাঁর ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় (ডি-অ্যাকটিভেড) করেছিলেন। বর্তমানে কে বা কারা রোজিনার আইডিটি চালু করে রেখেছে। তাতে রোজিনা প্রবেশ করতে পারছেন না। তাঁর জিমেইল আইডিতেও প্রবেশ করতে পারছেন না।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, ফেসবুক ও জিমেইল আইডির বিষয়ে একটি জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।