কালকিনিতে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৬

Looks like you've blocked notifications!
মাদারীপুরের কালকিনি থানা ভবন। ছবি : সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে আদালতের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে আবদুস ছত্তার সরদার নামের এক অসহায় কৃষকের জমি দখল করে টিনের ঘর নির্মাণ করেছে প্রতিপক্ষ। আর এ ঘর নির্মাণে বাধা দেওয়ায় দখলকারীদের হামলায় নারীসহ কমপক্ষে ছয়জন আহত হয়েছে।

আজ শুক্রবার সকালে এ হামলার ঘটনায় কলকিনি থানায় একটি অভিযোগ করেছে ভুক্তভোগীরা।

আহতরা হলেন ছত্তার সরদার  (৫২), মামুন সরদার (২৮), ঈমাম হোসেন (২৭), চন্দ্রভান (৭০), নিছলি (৪০) ও রবি (৩৫)।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ভুক্তভোগীদের বরাত দিয়ে জানান, উপজেলার শিকারমঙ্গল এলাকার ভবানীপুর গ্রামের কৃষক আবদুস ছত্তার সরদারের বাড়ির পাশের একটি জমি নিয়ে একই এলাকার সুমন সরদারের বিরোধ চলে আসছে। এই জমি সুমন সরদার তাঁর লোকজন দিয়ে বেশ কিছুদিন ধরে দখলের পায়তার করছিলেন। বিষয়টি জানতে পেরে ছত্তার সরদার বাদী হয়ে মাদারীপুর আদালতে একটি মামলা করেন। পরে আদালতে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ওই জমির ওপর কোনো প্রকার স্থাপনা নির্মাণ না করার জন্য ১৪৪ ধারা জারি করেন। আদালতের এ নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে সুমন সরদার তাঁর লোকজন নিয়ে ওই জমিতে একটি টিনশেডের ঘর নির্মাণ করেন। এ সময় বাধা দেওয়ায় সুমনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন মিলে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ছত্তার সরদারের বসতবাড়িতে হামলা চালায়। এতে ছত্তার সরদারসহ ছয়জন আহত হন।

আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি জানান, হামলার এ ঘটনায় ভুক্তভোগীরা একটি অভিযোগ দিয়েছে। এটি মামলা হিসেবে নথিভুক্ত করার হবে।