কাল থেকে পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরিতে মোটরসাইকেল পারাপার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/04/17/feri-motorcycle.jpg)
ফেরিতে মোটরসাইকেল পারাপার। ছবি : ইউএনবি থেকে নেওয়া
মোটরসাইকেল পারাপারের জন্য আগামীকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) থেকে শিমুলিয়া-মঙ্গলমাঝি রুটে প্রতি তিন ঘণ্টা পরপর ফেরি সার্ভিস প্রদান করা হবে। গতকাল রোববার (১৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
এছাড়া মঙ্গলবার বিআইডব্লিউটিসির যাত্রীবাহী জাহাজ ‘এমভি মধুমতি’ ঢাকা সদরঘাট (লালকুঠি) হতে চাঁদপুর-বরিশাল-ঝালকাঠি-কাউখালি- হুলারহাট-চরখালি ও বড়মাছুয়ার উদ্দেশে ঈদযাত্রা শুরু করবে।