কিশোরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত

Looks like you've blocked notifications!
সারাদেশে পুলিশি হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে আজ রোববার কিশোরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ছবি : এনটিভি

৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সারাদেশে পুলিশি হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিলটি গুরুদয়াল সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বটতলা মোড়ে এসে শেষ হয়।

পরে সেখানে জেলা ছাত্রদলের সভাপতি মো. মারুফ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফেরদৌস আহম্মেদ নেভিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সহসভাপতি আব্দুল্লাহ শাওন বাবু, কাজী মামুনুর রশিদ, হাবিবুল্লাহ রনি, জুবায়ের হোসেন জনি, জুবায়ের ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মুক্তাদির বাবু, জাকির হোসেন রাজীব, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন প্রমুখ।

বক্তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও জেলা ছাত্রদলের সহসভাপতি মহিবুর রহমান মামুন ও জেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলামসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।

গত ১ জানুয়ারি ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে কিশোরগঞ্জে মিছিলে পুলিশের লাঠিপেটা ও নেতাকর্মীদের আটকের ঘটনা ঘটে।