কিশোরগঞ্জে ছাত্রদলের সভাপতিসহ ছয় নেতাকর্মী কারাগারে

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জে আজ সোমবার কারাবরণকারী ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : এনটিভি

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. মারুফ মিয়াসহ ছয় নেতাকর্মীকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এ সময় বিচারক মো. সায়েদুর রহমান খান জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জামিন নামঞ্জুর হওয়া অন্য নেতাকর্মীরা হলেন জেলা ছাত্রদলের সহসভাপতি মো. সায়েদ সুমন, সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম নিশাদ, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ রায়হান, কিশোরগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. অলি উল্লাহ অলি ও জেলা যুবদল নেতা রুবেল মুন্সী।

ছাত্রদল নেতাদের পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী আসাদ রেজা জানান, গত ২৮ মার্চ হেফাজতের হরতাল চলাকালে সহিংসতার অভিযোগে সন্ত্রাস দমন আইনে করা মামলার আসামি ছিলেন তারা। পরে হাইকোর্ট থেকে নিম্ন আদালতে আত্মসমর্পণের শর্তে ছয় সপ্তাহের জামিনে মুক্ত ছিলেন। জামিনের মেয়াদ শেষ আজ আত্মসমর্পণ করেন।