কিশোরগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩
কিশোরগঞ্জ সদর উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা, মেয়েসহ চালক নিহত হয়েছেন। এ সময় এক পথচারীসহ আহত হয়েছে আরো তিনজন। উপজেলার কামালিয়ারচর এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে গতকাল সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার চৌদ্দশত এলাকার গিয়াস উদ্দিনের ছেলে অটোরিকশাচালক বুলবুল মিয়া (৪০), পাকুন্দিয়া উপজেলার আবদুল হামিদের স্ত্রী জমিনা খাতুন (৬০) ও তাঁর মেয়ে জেসমিন (২৮)। আহতরা হলো নিহত জেসমিনের চার বছর বয়সী ছেলে, জেসমিনের ছোট বোন মুক্তা ও পথচারী সিদ্দিক মিয়া (৬০)। আহতদের গুরুতর অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেসমিন তাঁর মা-বোন ও ছেলেকে সঙ্গে নিয়ে অটোরিকশায় করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে পাকুন্দিয়ায় নিজেদের বাড়িতে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার কামালিয়ারচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ওই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জেসমিন ও তাঁর মা জমিনা খাতুন মারা যান। এ সময় অটোরিকশার চালকসহ চারজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশাচালক বুলবুল মারা যান।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় ট্রাক চালকের সহকারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। তবে ট্রাকচালক দুর্ঘটনার পরই পালিয়ে যায়।