কিশোরগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নে গাগলাইল গ্রামে নালার পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পানিতে ডুবে তাদের মৃত্যু ঘটে হয়। শিশুদের নাম অর্ক (৪) ও সিয়াম (৫)।

পারিবারিক সূত্রে জানা গেছে, অর্কের মা জুয়েনা বেগমের বিয়ে হয়েছিল করিমগঞ্জের নিয়ামতপুর বাজারের ব্যবসায়ী মাহফুজ মিয়ার সঙ্গে। তিন মাস আগে জুয়েনার মৃত্যু হলে তার দুই ছেলে মাশরুম ও অর্ক গাগলাইল গ্রামে নানির বাড়িতে চলে আসে। এখানে থেকে তারা লেখাপড়া করত।

অন্যদিকে, সিয়ামের বাবা মাসুদ মিয়া মৃত জুয়েনার চাচাতো ভাই। মাশরুম, অর্ক ও সিয়াম একসঙ্গে খেলাধুলা করত। 

আজ বিকেলে নানির অগোচরে তিন শিশু ঘুরতে বের হয়। একপর্যায়ে গ্রামের দক্ষিণ দিকে জয়নালের নতুন বাড়ির নালার কাছে গিয়ে অর্ক ও সিয়াম নালায় পড়ে যায়। 

দুই শিশু নালায় পড়ে গেলে অর্কর বড় ভাই মাশরুম দৌড়ে গিয়ে নানির কাছে পানিতে পড়ে যাওয়ার খবর দেয়। বাড়ির লোকজন দ্রুত গিয়ে সিয়ামকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে। 

পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পানির নিচ থেকে অর্কর নিথর দেহ উদ্ধার করে। তাদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ডা. আতাউর রহমান বলেন,’ হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা গেছে।’