কিশোরগঞ্জে বিএনপির কার্যালয়ে ভাঙচুর, আসবাবপত্রে আগুন
কিশোরগঞ্জে জেলা ও সদর উপজেলা বিএনপির দুটি কার্যালয় ভাঙচুর করে আসবাবপত্র পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের সমর্থকেরা জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপি নেতৃবৃন্দ।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, আজ সন্ধ্যার পর জেলা শহরের রথখলায় জেলা বিএনপি ও স্টেশন রোডে সদর উপজেলা বিএনপির কার্যালয়ের তালা ভেঙে একদল দুর্বৃত্ত ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। একপর্যায়ে সব আসবাবপত্র সামনের রাস্তায় এনে জড়ো করে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জানান, ছাত্রলীগ ও যুবলীগের সমর্থকেরা অফিস ভাঙচুর করে আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছে।
এর আগে আজ দুপুরে হরতাল চলাকালে হেফাজতে ইসলামের সমর্থকেরা স্টেশন রোডে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও আমাদের অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে।’