কিশোরগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জের ইটনায় মিথ্যামামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের ইটনায় মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ বুধবার (১৮ জানুয়ারি) উপজেলার চৌগাংগা বাজারে রাস্তার দুইপাশে দাঁড়িয়ে এলাকাবাসী মানববন্ধনে অংশ নেন। সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বাজারে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মানববন্ধন চলাকালে অবিলম্বে ষড়যন্ত্রমূলক মিথ্যামামলা প্রত্যাহার এবং সঠিক তদন্তের মাধ্যমে রহস্য উদঘাটনের দাবি জানিয়ে বক্তব্য দেন চৌগাংগা ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আলী, চৌগাংগা বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল আউয়াল, সহসভাপতি এনামুল হক, ব্যবসায়ী সাইদুর রহমান ও পল্লী চিকিৎসক আব্দুল গণি।

বক্তারা বলেন, ‘গত ৩ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে চৌগাংগা বাজারের ডায়াগনস্টিক ব্যবসায়ী মো. হাসান কবির তাঁর প্রতিষ্ঠানের ছাদ থেকে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাঁর ছোট ভাই মো. আনিসুর রহমান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, ছাদ থেকে পড়ে গিয়ে বড় ভাই মো. হাসান আঘাত পেয়েছেন। কিন্তু এ ঘটনার তিন দিন পর গত ৬ জানুয়ারি মো. হাসান কবির বাদী হয়ে এলাকার বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিসহ মোট আটজনকে আসামি করে প্রাণনাশের জন্য হামলা, জখম, চুরি, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে ইটনা থানায় মামলা করেন।’

এ মামলায় সাহেদ আলী (৫৫) ও আহাদ মিয়া (৫৮) নামের দুই আসামিকে পুলিশ ৭ জানুয়ারি বিকেলে গ্রেপ্তার করে। পরদিন ৮ জানুয়ারি আদালতে পাঠানোর পর তারা জামিনে ছাড়া পান। মিথ্যা মামলা ও হয়রানির এ ঘটনা এলাকায় জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ঘটনার প্রত্যক্ষদর্শী বিরারভিটা গ্রামের নজরুল ইসলাম জানান, ‘তিনিসহ বেশ কয়েকজন মো. হাসান কবিরকে ছাদ থেকে সিঁড়ি দিয়ে পড়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। এছাড়া স্থানীয় পল্লীচিকিৎসক আব্দুল গণি তাঁর প্রাথমিক চিকিৎসাও দিয়েছেন।’

পল্লী চিকিৎসক আব্দুল গণি বলেন, ‘হাসান কবিরের পড়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। উচ্চ রক্তচাপ থাকায় হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি।’