কিশোরগঞ্জে ১৫ দিন ধরে স্বাস্থ্যকর্মীদের অবস্থান কর্মসূচি চলছে
গ্রেড পরিবর্তন করে নিয়োগ বিধি সংশোধন ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে সারা দেশে চলমান স্বাস্থ্যকর্মীদের টানা কর্মবিরতির ১৫তম দিনে কিশোরগঞ্জ জেলা সদরে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে নির্ধারিত কাজে যোগ না দিয়ে সদর উপজেলাসহ জেলার ১৩ উপজেলা থেকে স্বাস্থ্যকর্মীরা মিছিল নিয়ে আজ বুধবার বেলা ১১টার দিকে জেলা শহরের আখড়া বাজার মুক্তমঞ্চ এলাকায় জমায়েত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২৬ নভেম্বর থেকে কর্মবিরতি পালিত হচ্ছে।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ হেলথ ইন্সপেক্টর সেক্টোরাল অ্যাসোসিয়েশনের ব্যানারে যৌথভাবে কয়েকশ কর্মচারী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকালে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর কবীর চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন আব্দুর রহমান রুমী, দেলোয়ার হোসেন ও জসিম উদ্দিন। বক্তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতির কর্মসূচি অব্যাহত থাকবে।
তাঁরা আরো বলেন, তাঁরা চাকরি শুরু থেকে অবহেলিত ও বৈষম্যের শিকার। অথচ তাঁরা মাতৃ ও শিশু মৃত্যুর হার কমানো, শিশুদের যক্ষ্মা নিয়ন্ত্রণ, পোলিওমুক্ত, ম্যালেরিয়া নিয়ন্ত্রণ, গুটি বসন্তমুক্ত বাংলাদেশ গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন। তার পরও তাঁদের বেতন বৈষম্য নিরসন হয়নি। প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী তাদের দাবি মেনে নিলেও তা বাস্তবায়ন হয়নি।