কীর্তনখোলায় লঞ্চ-কার্গোর মুখোমু‌খি সংঘর্ষে কার্গোডুবি

Looks like you've blocked notifications!
শনিবার রাতে বরিশালে কীর্তনখোলা নদীতে একটি লঞ্চ ও মালবাহী কার্গোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাজী মোহাম্মদ টুটু মিয়া নামের কার্গোটি নদীতে ডুবে যায়। ছবি : এনটিভি

বরিশালে কীর্তনখোলা নদীতে একটি লঞ্চ ও মালবাহী কার্গোর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে হাজী মোহাম্মদ টুটু মিয়া নামের কার্গোটি নদীতে ডুবে গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত আর কিছু জানা যায়নি।

শাহরুখ-২ নামের যাত্রীবাহী লঞ্চ‌টি বরগুনা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল‌। ঘটনাস্থলে পূবালী-২ নামের এক‌টি লঞ্চ যাত্রীদের উদ্ধারে ঘটনাস্থলে রয়েছে।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার জানান, যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হচ্ছে এবং নিমজ্জিত কার্গোর স্টাফদের খোঁজ চালানো হয়েছে। এখন পর্যন্ত নদীতে পড়ে নিখোঁজের কোনো খবর পাওয়া যায়নি।

লঞ্চ‌টির তলা ফেটে গেছে বলে জানান নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার।

এদিকে জানা গেছে কার্গোটির চালক নিয়ম না মেনে নদীর বাম দিকে চাপিয়ে চালাচ্ছিলেন। অপরদিকে নদীতে বাঁক থাকা সত্ত্বেও বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন লঞ্চটির চালক।