কুমিল্লায় ট্রেনে পাথর নিক্ষেপ, শিশুসহ তিন যাত্রী আহত
ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে দুষ্কৃতিকারীদের ছোঁড়া পাথরের আঘাতে শিশুসহ তিন যাত্রী আহতের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বানাশুয়া ব্রিজের আগে ট্রেনে পাথর নিক্ষেপের এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন কুমিল্লার বানাশুয়া এলাকায় পৌঁছালে দুষ্কৃতিকারীরা ট্রেনের এসি বগির জানালায় পাথর নিক্ষেপ করে। এতে ৬০১৭ নম্বর বগির ১ নম্বর কেবিনের জানালার গ্লাস ভেঙে পাথর ভেতরে ঢুকে যায়। এ সময় পাথরের আঘাতে শিশু নুসরাত জাহান মুন (৮) ও কামরুল ইসলামসহ (৫০) তিন যাত্রী আহত হয়। তাদের চিকিৎসা দেওয়ার মতো রেলে কোনো ব্যবস্থা ছিল না।
আরও জানা যায়, আহত যাত্রীরা ট্রেনের এটেনডেন্ট বদিউল আলমকে জানালে তিনি রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান। এরপর ট্রেনটি লাকসাম পৌঁছলে ট্রেনের যান্ত্রিক বিভাগের কর্মচারীরা ক্ষতিগ্রস্ত গ্লাসের উপর একটি কাগজ লাগিয়ে দেয়।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনাটি শুনেছি। পাথরের আঘাতে শিশুসহ তিন যাত্রী আহত হয়েছে। আমরা বিষয়টির খোঁজ নিচ্ছি।’