কুমিল্লায় আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্সের বিভাগীয় কার্যালয় চালু
কুমিল্লায় আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্সের বিভাগীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে জেলার পদুয়ার বাজার বিশ্বরোড চৌমুহনীর তোফায়েল বিল্ডিংয়ে এ কার্যালয় উদ্বোধনী করা হয়।
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের উপসচিব ও পরিচালক মো. শাহ আলম। এতে সভাপতিত্ব করেন আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর চৌধুরী। বক্তব্য রাখেন কোম্পানির পরিচালক মো. রেজাউল করিম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাসুদুজ্জামান খান, ফুড এন্ড বেভারেজের জিএম মাইদুল ইসলাম।