কুমিল্লায় আরো ১১১ জনের করোনা শনাক্ত
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আরো ১১১ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট দুই হাজার ৭৯২ জনের করোনা শনাক্ত করা হলো। এ ছাড়া জেলায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে চারজনসহ মোট ৮৩ জনের মৃত্যু হয়েছে। কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে আজ সোমবার এ তথ্য জানা গেছে।
নতুন করে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের ৭৪ জন, নাঙ্গলকোট উপজেলার ২৬ জন, চৌদ্দগ্রাম উপজেলার ছয়জন, লালমাই উপজেলার চারজন ও সদর দক্ষিণ উপজেলার একজন রয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সোমবার বিকেল পর্যন্ত জেলায় চিকিৎসা নিয়ে নতুন করে ২২ জনসহ ৭৯৯ জন সুস্থ হয়েছে।
এদিকে কুমিল্লা সিটি করপোরেশনের ৭০৯ জন, দেবিদ্বার উপজেলার ২৮৫ জন, মুরাদনগরের ২১৪ জন, চান্দিনার ১৭০ জন, লাকসামের ১৭৪ জন, চৌদ্দগ্রামের ২১৩ জন, বুড়িচংয়ের ১৪৩ জন, নাঙ্গলকোটের ১৫৫ জন, আদর্শ সদরের ১১২ জন, দাউদকান্দির ১১৫ জন, সদর দক্ষিণের ৭১ জন, তিতাসের ৭১ জন, ব্রাহ্মণপাড়ার ৫১ জন, বরুড়ার ৮৪ জন, মনোহরগঞ্জের ৭৩ জন, হোমনার ৬৯ জন, মেঘনার ২৫ জন, কুমিল্লা মেডিকেল কলেজের ২০ জন ও লালমাইয়ের ৩৭ জনসহ জেলায় মোট দুই হাজার ৭৯২ জনের করোনা শনাক্ত হয়েছে।
কুমিল্লায় এ পর্যন্ত করোনা পরীক্ষার জন্য ১৬ হাজার ৬৫২ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ১৫ হাজার ১২৬ জনের রিপোর্ট পাওয়া গেছে।