কুমিল্লায় আরো ৮৪ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১৭১৪
কুমিল্লায় নতুন করে ৮৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত হয়েছে এক হাজার ৭১৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ৪১ জন, মুরাদনগরে চারজন, লাকসামে ১১ জন, চৌদ্দগ্রামে ১৩ জন, বুড়িচংয়ে একজন নাঙ্গলকোটে নয়জন ও বরুড়ায় পাঁচজন। এ পর্যন্ত জেলায় মোট মারা গেছে ৪৮ জন।
কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার বিকেল পর্যন্ত কুমিল্লায় করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছে এক হাজার ৭১৪ জন আর মারা গেছে ৪৮ জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে ১৭১৪ জনের মধ্যে আজকের ২৩ জনসহ ২৯৮ জন সুস্থ হয়েছে।
উপজেলাওয়ারী করোনা রোগীর সংখ্যা হলো কুমিল্লা সিটি করপোরেশনে ৩৪৫, দেবীদ্বারে ১৯২, মুরাদনগরে ১৭৪, চান্দিনায় ১৩৬, লাকসামে ১১৪, চৌদ্দগ্রামে ১৬০, বুড়িচংয়ে ১০৭, নাঙ্গলকোটে ৮৭, আদর্শ সদরে ৭৯, দাউদকান্দিতে ৫৮, সদর দক্ষিণে ৩৩, তিতাসে ৩৯, ব্রাহ্মণপাড়ায় ৩৩, বরুড়ায় ৪৩, মনোহরগঞ্জে ৩০, হোমনায় ২৬, মেঘনায় ২৩, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ ও লালমাইয়ে ১৩ জনসহ মোট ১৬৩০ জন।
কুমিল্লায় এ পর্যন্ত করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৪৯৩ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ১১ হাজার ৫৮৮ জনের।