কুমিল্লায় ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
কুমিল্লায় ইয়াবা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আজ শুক্রবার ভোরের দিকে জেলার আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে এসব মাদক জব্দ ও তাঁকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী হলেন জেলার বুড়িচং উপজেলার পুণ্যমতি গ্রামের মো. হাবিবুর রহমান।
র্যাব জানায়, আজ ভোরের দিকে কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান চালায় র্যাব। অভিনব কায়দায় পিকআপভ্যানে করে মাদক পরিবহনের সময় হাবিবুরকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে থেকে তিন হাজার ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২, কোম্পানি অধিনায়ক, উপপরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে আটক আসামি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা ও গাঁজা এনে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
আটক বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রস্তুতি চলছে বলে জানান ওই র্যাব কর্মকর্তা।