কুমিল্লায় ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল জব্দ, আটক ১
কুমিল্লার সদর দক্ষিণ থেকে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে নুর আহাম্মদ (৩০) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১।
আটককৃত নুর আহাম্মদ (৩০) কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার জয়নগর গ্রামের বাসিন্দা।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার তালুকদার নাজমুল সাকিব জানান, গতকাল বুধবার রাতে র্যাব-১১ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর দক্ষিণ থানাধীন জয়নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুই হাজার ১১০ পিস ইয়াবা, এক কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ২১ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী নুর আহাম্মদকে আটক করা হয়। আটককৃত নুর আহাম্মদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে ইয়াবা, গাঁজা এবং ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন।
এ বিষয়ে আটক আসামির বিরুদ্ধে জেলার সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই র্যাব কর্মকর্তা।