কুমিল্লায় ইয়াবা-ফেনসিডিল জব্দ, দুজন আটক
কুমিল্লার আমতলী ও জাগুরঝুলি থেকে ইয়াবা এবং ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-১১। এ সময় একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
আটককৃতরা হলেন মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামের আরিফ সরকার (১৯) ও কক্সবাজার জেলার টেকনাফের নয়াপাড়া গ্রামের মনির হোসেন (২৮)।
র্যাব-১১ জানায়, একাধিক আভিযানিক দল আজ জেলা সদরের আমতলী থেকে ১০৪ বোতল ফেনসিডিলসহ আরিফ সরকার ও জাগুরঝুলি থেকে তিন হাজার ৮১৫ পিস ইয়াবাসহ মনির হোসেনকে আটক করা হয়। সেইসঙ্গে আরিফ সরকারের কাছে থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।
র্যাব-১১ কুমিল্লা কোম্পানি অধিনায়ক উপপরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, আটককৃত মাদক ব্যবসায়ীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে তারা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিল ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই র্যাব কর্মকর্তা।