কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩১
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী পাওয়া গেছে। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩১ জন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত কুমিল্লায় ৪৫৬ জন করোনায় সন্দেহভাজন ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ২৯৬ জনের রিপোর্ট এসেছে এবং ৩১ জনের ফলাফল পজিটিভ পাওয়া গেছে। রির্পোটে ২৬৫ জনের ফলাফল নেগেটিভ এসেছে।
জেলায় এ পর্যন্ত কোয়ারেন্টিনে থাকা লোকের সংখ্যা চার হাজার ৭৩০ জন। ইতোমধ্যে ৩ হাজার ৩৬৩ জন কোয়ারেন্টিন থাকা ছাড়পত্র পেয়েছে। বর্তমানে এক হাজার ৩৪৮ জন কোয়ারেন্টিনে রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।