কুমিল্লায় করোনায় আরো নয়জন আক্রান্ত
কুমিল্লায় নতুন করে নয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন।
শাহাদাত হোসেন জানান, নতুন আক্রান্তদের মধ্যে জেলার তিতাস উপজেলায় তিনজন, দাউদকান্দি উপজেলায় দুইজন, বুড়িচং উপজেলায় একজন, সদর দক্ষিণ উপজেলায় একজন, ব্রাহ্মণপাড়া উপজেলায় একজন ও চান্দিনা উপজেলায় একজন রয়েছেন।
এর আগে জেলার বিভিন্ন উপজেলায় সাতজন এ ভাইরাসে আক্রান্ত হয়। এর মধ্যে একজন মৃত্যুবরণ করেন।
এদিকে করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সরকারি সিদ্ধান্ত মোতাবেক কুমিল্লার কাঁচা বাজারগুলো নেওয়া হয়েছে স্কুলমাঠে।
উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন জানান, মিয়া বাজারে সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রাখায় মানুষ বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখে না। এ কারণে সরকারি সিদ্ধান্ত মোতাবেক কাঁচাবাজার মিয়া বাজার লতিফুর নেছা উচ্চ বিদ্যালয় মাঠে নেওয়া হয়েছে। এক দোকান থেকে আরেক দোকানের দূরত্ব থাকছে ১০ ফুট। এতে বাজারের সামাজিক দূরত্ব ঠিক থাকবে।