কুমিল্লায় করোনায় আরো ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৯
কুমিল্লায় নতুন করে আরো ৬৯ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট তিন হাজার ৩০১ জনের করোনা শনাক্ত করা হলো। এ ছাড়া, কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে জেলায় এখন পর্যন্ত মোট ৯৪ জনের মৃত্যু হলো। কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে আজ সোমবার এ খবর জানা গেছে।
নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের ৩৩ জন, চৌদ্দগ্রামের ১১ জন, বরুড়ার আটজন, আদর্শ সদরের চারজন, সদর দক্ষিণের চারজন, লালমাইয়ের তিনজন, বুড়িচংয়ের দুজন, মনোহরগঞ্জের একজন, মুরাদনগরের একজন, নাঙ্গলকোটের একজন ও ব্রাহ্মণপাড়ার একজন রয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানা গেছে, কুমিল্লায় হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে নতুন করে ১১ জন সুস্থ হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হওয়ার পর মোট এক হাজার ৩১৭ জন সুস্থ হয়েছে।
এদিকে, কুমিল্লায় মোট আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের ৮৫৩ জন, দেবিদ্বারের ৩১৯ জন, মুরাদনগরের ২৩৭ জন, চান্দিনার ১৮৮ জন, লাকসামের ১৯৪ জন, চৌদ্দগ্রামের ২৫২ জন, বুড়িচংয়ের ১৬৬ জন, নাঙ্গলকোটের ১৯১ জন, আদর্শ সদরের ১২৬ জন, দাউদকান্দির ১৪০ জন, সদর দক্ষিণের ৯৯ জন, তিতাসের ৯৪ জন, ব্রাহ্মণপাড়ার ৫৩ জন, বরুড়ার ৯৭ জন, মনোহরগঞ্জের ৮৮ জন, হোমনার ১১০ জন, মেঘনার ২৮ জন, কুমিল্লা মেডিকেল কলেজের ২০ জন ও লালমাইয়ের ৪৬ জন রয়েছে।
কুমিল্লায় এখন পর্যন্ত মোট ১৮ হাজার ৫৯৭ জনের করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত রিপোর্ট পাওয়া গেছে মোট ১৬ হাজার ৯৯৬ জনের।