কুমিল্লায় কাউন্সিলর হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র জব্দ

Looks like you've blocked notifications!
কুমিল্লায় আজ মঙ্গলবার জব্দকৃত অস্ত্র, গুলি ও হাতবোমা। ছবি : সংগৃহীত

কুমিল্লায় কাউন্সিলর সৈয়দ মো. সোহেল হত্যাস্থলের আধা কিলোমিটার দূর থেকে অস্ত্র, গুলি ও হাতবোমাসহ নানা বস্তু জব্দ করেছে কোতোয়ালি থানা পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের সংরাইশ এলাকা থেকে এসব জব্দ করা হয়।

পুলিশের ধারণা, গতকাল সোমবার নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহেল ও হরিপদ সাহাকে হত্যার পর ঘাতকরা এসব অস্ত্র ফেলে যায়।

পুলিশ জানায়, আজ বিকেলে স্থানীয় এক নারী ট্রিপল নাইনে (৯৯৯) কল করে একটি ব্যাগ তাদের বাড়ির আঙিনায় সন্দেহজনক অবস্থায় পরে আছে বলে জানান। পরে পুলিশ সংরাইশ এলাকার রহিম ডাক্তারের বাসার গলির বেলাল আহম্মেদের টিনশেড বিল্ডিং তাজেহা লজ ও রাস্তার পাশের সীমানা প্রাচীরের ফাঁকা জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি কালো ব্যাগ জব্দ করে। এসব ব্যাগ থেকে দুইটি এলজি, একটি পাইপগান, ১২ রাউন্ড গুলি, ২০টি হাতবোমা, একটি লোহার রড, দুটি কালো টি-শার্ট পাওয়া যায়।

এ বিষয়ে জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার বলেন, ‘ধারণা করা হচ্ছে, গতকাল কাউন্সিলর হত্যাকাণ্ড শেষে ঘাতকরা এ অস্ত্রগুলো ফেলে যায়।’