কুমিল্লায় কাভার্ডভ্যানে মিলল চালকের লাশ
কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি কাভার্ডভ্যান থেকে আলমগীর হোসেন নামের এক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার নিমসার বাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
নিহত আলমগীর লক্ষ্মীপুরের কমলনগর গ্রামের নসু মিয়ার ছেলে।
স্বজনরা জানান, গত বুধবার বিকেলে কাভার্ডভ্যানে করে টাইলস নিয়ে ঢাকা থেকে চাঁদপুরের হাজীগঞ্জ যাচ্ছিলেন আলমগীর। ওই দিন রাত থেকে তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, নিমসার বাজার এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যানকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে বুড়িচং থানা পুলিশ ওই কাভার্ডভ্যানের চালকের আসনের পেছনের সিট থেকে রক্তাক্ত অবস্থায় আলমগীর হোসেনের লাশ উদ্ধার করে।
লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি আকুল চন্দ্র বিশ্বাস।