কুমিল্লায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের উপর, নিহত তিন

কুমিল্লার চান্দিনা উপজেলায় আজ বৃহস্পতিবার সকালে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের উপর উঠে তিনজন নিহত হয়েছে। ছবি : এনটিভি
কুমিল্লার চান্দিনা উপজেলায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের উপর উঠে তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও তিনজন।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার হাড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল চৌধুরী।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
চান্দিনা উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অয়ন ঘোষ বলেন, কাভার্ডভ্যানটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি একটি ট্রাক্টরের উপর উঠে পড়ে। এতেই হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। চারজনকে আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয় বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।