কুমিল্লায় কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় খালেদা জিয়ার জামিন বহাল
কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আদালত। এ ছাড়া এই মামলার পলাতক আসামিদের পরবর্তী হাজিরার দিন আগামী ১৭ নভেম্বর ধার্য করা হয়েছে।
আজ সোমবার দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আতাব উল্লাহ এই আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী কাইয়ুমুল হক রিংকু বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
খালেদা জিয়া এ মামলায় হাইকোর্ট থেকে জামিনে আছেন।
২০১৫ সালের ২৫ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার পাশে হায়দার পুল এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ অভিযোগে চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নূরুজ্জামান হাওলাদার খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ৩২ জনের বিরুদ্ধে একটি নাশকতা মামলা করেন।
পরবর্তী সময়ে মোট ২৬ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।