কুমিল্লায় কার্ভাডভ্যান-বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ৩
কুমিল্লায় কাভার্ডভ্যান ও বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত তিনজন। আজ শুক্রবার সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের কালিয়াচৌ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম বাদশা মিয়া। তার বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। আহতরা হলেন নোয়াখালীর সোনাইমুড়ী থানার পারুল বেগম, আবদুল মন্নান ও কুমিল্লার মনোহরগঞ্জের আবদুল মমিন।
বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল হাসান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওইদিন সকালে ঢাকামুখী হিমাচল এক্সপ্রেস বাসের সঙ্গে নোয়াখালীর দিকে যাওয়া একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন তিনজন। দুর্ঘটনায় বাসটি রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এছাড়া কাভার্ডভ্যানটি সড়ক বিভাজকের ওপর উঠে যায়।
আহতদের উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, পুলিশ ঘটনাস্থল থেকে বাস ও কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানায় নিয়েছে।