কুমিল্লায় ঘরে থাকা অভাবীদের ৩৪ টন আটা দিলেন সাংসদ
করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সরকারি নির্দেশনা অনুযায়ী বাড়িতে অবস্থানকারী অভাবগ্রস্তদের জন্য ৩৪ টন আটা দিয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।
গতকাল শনিবার বিকেলে বিসিক শিল্প এলাকায় মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুলের হাতে এ আটা হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহাম্মদ নিয়াজ পাবেল, সিটি করপোরেশেনের বেশ কয়েকজন কাউন্সিলর, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।