কুমিল্লায় ‘জ্বরে’ উপজেলা বিএনপি সভাপতির মৃত্যু
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কয়েকদিন ধরে জ্বর ভোগার পরে উপজেলা বিএনপির সভাপতি মনিরুল হক ভূঁইয়ার (৭৮) মৃত্যু হয়েছে। তিনি দেবিদ্বার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। গতকাল সোমবার পৌর এলাকার বিজলীপাঞ্জার গ্রামের বাড়িতে তাঁর মৃত্যু হয়।
স্বজনরা জানান, মৃত্যুর কিছুক্ষণ আগেও মনিরুল হক ভূঁইয়া মোবাইল ফোনে কথা বলেছেন। কয়েকদিন ধরে জ্বরে ভূগছিলেন। সোমবার অসুস্থ বোধ করার কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একদল স্বাস্থ্যকর্মী মনিরুল হক ভূঁইয়ার নমুনা সংগ্রহ করেছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহাম্মেদ কবির।
এদিকে, পুলিশের উপস্থিতিতে বিকেল ৪টা ১০ মিনিটে সামাজিক দূরত্ব বজায় রেখে মরহুমের নিজ গ্রামে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে।
ব্যক্তি জীবনে নিঃসন্তান মনিরুল হক ভূঁইয়া সামাজিক বিচারক হিসেবে বেশ পরিচিত ছিলেন। তিনি ফতেহাবাদ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, দেবিদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা কলেজ ও দেবিদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্যসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
মনিরুল হক ভূঁইয়ার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান প্রমুখ শোক জানিয়েছেন।