কুমিল্লায় ডাকাত আটক, রিভলবার-দেশীয় অস্ত্র জব্দ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিদেশি রিভলবার ও দেশীয় অস্ত্রসহ কাউসার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি তিনি আন্তজেলা ডাকাতদলের সদস্য।
আজ শুক্রবার ভোর রাতে ঢাকা-মুরাদনগর সড়কের ছালিয়াকান্দি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক কাউসার (২৬) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার সিন্নবাদী গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, আজ ভোর রাতে ঢাকা-মুরাদনগর সড়কে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ আহম্মেদের নেতৃত্বে টহল দিচ্ছিল। এ সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার ছালিয়াকান্দি এলাকার হক্কার সেতুর উত্তর পাশে রাস্তার ওপর একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতদলকে ধাওয়া করে একজনকে আটক করে। এ সময় তাঁর সহযোগীরা পালিয়ে যায়। আটক কাউসারের কাছে থেকে একটি রিভালভার, চার রাউন্ড গুলি, দুটি ছোরা ও একটি হাসুয়া জব্দ করা হয়।
ওসি আরো বলেন, ‘এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। বাকি ডাকাতদের আটকে অভিযান চলছে।’