কুমিল্লায় দিনমজুরদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
কুমিল্লার কান্দিরপাড়ে ২২০ জন কর্মহীন দিনমজুর এবং শ্রমিকের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহরের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে নগরীর টাউনহল মাঠে এসব সামগ্রী তুলে দেওয়া হয়েছে।
এসব খাদ্যসামগ্রীর প্রতি প্যাকেটে ছিল ছয় কেজি চাল, এক লিটার তেল, এক কেজি পেঁয়াজ, দুই কেজি ডাল, এক কেজি লবণ।
প্রধানমন্ত্রী উপহারের খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহাদাৎ হোসেন।
এ সময় নেজারত ডেপুটি কালেক্টর মো. জিয়াউর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিমা আনজুম সোহানীয়া, অতীশ সরকারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘বর্তমানে ঊর্ধ্বমুখী কোভিড-১৯ এর প্রকোপ কমাতে চলমান লকডাউনে সবচেয়ে দুর্ভোগ পোহাচ্ছে দেশের নিম্ন আয়ের খেটে খাওয়া দিনমজুররা। কুমিল্লা শহরের কান্দিরপাড় এলাকায় তাৎক্ষণিকভাবে এরকম ২২০ জন শ্রমিকের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত জেলা প্রশাসন প্রায় সাড়ে পাঁচ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করেছে। এই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।’