কুমিল্লায় দুই শিশু করোনায় আক্রান্ত
কুমিল্লার বুড়িচং উপজেলার জিয়াপুর গ্রামের দুই শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের একজনের বয়স সাত ও অন্যজনের বয়স চার বছর। বার্তা সংস্থা ইউএনবি আজ বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।
কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ও কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. মো.শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত রোববার ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দাদির মৃত্যুর পর দুই শিশুও ভাইরাসটিতে আক্রান্ত হয়।
ডা. শাহাদাত হোসেন জানান, ওই পরিবারের ছয়জনের নমুনা সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠালে দুই শিশুর করোনার রিপোর্ট পজিটিভ আসে। তাদের এখন বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হবে।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরুল হাসান জানান, এ ঘটনায় সতর্কতা হিসেবে জিয়াপুর গ্রামটি লকডাউন করা হয়েছে।