কুমিল্লায় নতুন করে ১২ জন করোনায় আক্রান্ত, মোট ১৩৪
কুমিল্লায় নতুন করে ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৩৪ জন। নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বরুড়ার তিনজন, সিটি করপোরেশনের দুজন, দেবীদ্বারের ছয়জন, আদর্শ সদরের একজন।
আজ শুক্রবার দুপুর পর্যন্ত কুমিল্লায় করোনাভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছে ১৩৪ জন। আর আজ দেবীদ্বারের দুজনসহ মারা গেছে ছয়জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে ১৩৪ জনের মধ্যে ২৭ জন সুস্থ হয়েছে।
উপজেলাওয়ারি আক্রান্তের সংখ্যা দেবীদ্বারে ৩৮ জন, তিতাসে ১১, লাকসামে ১৩, দাউদকান্দিতে ৮, চান্দিনায় ১১, বুড়িচংয়ে ৮, মুরাদনগরে ১২, বরুড়ায় ১০, মনোহরগঞ্জে ৫, ব্রাহ্মণপাড়ায় ২, হোমনায় ২, আদর্শ সদরে ২, সদর দক্ষিণে ৩, মেঘনায় ২, চৌদ্দগ্রামে ১ ও সিটি করপোরেশনে ৬ জনসহ মোট ১৩৪ জন।
কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের ফেসবুক পেজ সূত্রে জানা যায়, সর্বমোট করোনাভাইরাসের নমুনা সংগ্রহ দুই হাজার ৯৮৮ জন ও রিপোর্ট পাওয়া গেছে দুই হাজার ৬৮৩ জনের।