কুমিল্লায় ফেনসিডিল, গাঁজা ও ইয়াবা জব্দ, আটক ১
কুমিল্লার সদর দক্ষিণ থেকে ফেনসিডিল, গাঁজা ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো. ফরহাদ হোসেন (২১)। তিনি সদর থানার মাললা গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ দড়িবটগ্রাম সুয়াগঞ্জ বাজার থেকে মাদক ব্যবসায়ী ফরহাদকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৫৮ বোতল ফেনসিডিল, পাঁচ কেজি গাঁজা, ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
র্যাব-১১ কুমিল্লার উপপরিচালক কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ফরহাদ দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন স্থানে ফেনসিডিল, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব ।