কুমিল্লায় বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে বাসের চালকের সহকারী গ্রেপ্তার
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে আসহান উল্লাহ ওরফে হাসান নামের এক বাস হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার শাসনগাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসহান উল্লাহ দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ গ্রামের বাসিন্দা। সে কুমিল্লা ট্রান্সপোর্ট নামের একটি পরিবহনের চালকের সহকারী হিসেবে কাজ করে।
মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার বৃদ্ধা নগরীতে পাবলিক টয়লেট পরিষ্কারের কাজ করেন। সংশ্লিষ্ট এলাকায় একটি টয়লেটের পাশের ঘরে থাকতেন তিনি। গত শনিবার দিবাগত রাতে টয়লেটে যাওয়ার কথা বলে ওই বৃদ্ধার ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করে আসহান। পরে খবর পেয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। এ ঘটনায় ওই বৃদ্ধা বাদী হয়ে গতকাল বুধবার সন্ধ্যায় থানায় একটি মামলা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক জানান, বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে বাস হেলপার আসহান উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে সে। আজ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।